7
পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, 
নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ।
 সুখ, আনন্দে মুছে যাক সকল দুঃখ বেদনা ।
~ শুভ নববর্ষ ~

আম পাতা জোড়া জোড়া, 
নতুন বছর দিচ্ছে সাড়া ,
 ভাল থেকো , সুখে থেকো ,
 আর আমার কথাটি মনে রেখো।
~ শুভ নববর্ষ ~

নীল আকাশের মেঘের ভেলায়, 
ঘাসের উপর শিশির কনায়,
 প্রজাপতির রঙ্গীন ডানায়,
 ফালগুনের ফুলের মেলায়, 
একটা কথা তোমাকে জানাতে চাই...
~ শুভ নববর্ষ ~